সুদানের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
সরকারের মদদে সৃষ্ট সহিংসতা ও বিরোধী দলের বর্জনের হুমকির মধ্যে সুদানের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই অনিশ্চয়তার কারণে সংঘাত-বিক্ষুব্ধ দেশটির গণতন্ত্র উত্তরণের পথও বাধাগ্রস্ত হয়ে পড়েছে। সহিংসতার অবসান ঘটিয়ে এবং গণতন্ত্রে ফিরে আসার প্রত্যয় নিয়ে ১১ এপ্রিল সুদানে নির্বাচন হওয়ার কথা। তবে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে নির্ধারিত সময়ে নির্বাচন হবে।
দেশটির উত্তর ও দক্ষিণের মধ্যে দীর্ঘ ৫০ বছরের গৃহযুদ্ধে ২০ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
২০০৫ সালে ওয়াশিংটনের মধ্যস্থতায় দেশটির উত্তর ও দক্ষিণের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচুর বিনিয়োগ করেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হবে এবং এর ফলে পারস্পরিক অবিশ্বাস আরও পুঞ্জীভূত হবে।
দেশটির উত্তর ও দক্ষিণের মধ্যে দীর্ঘ ৫০ বছরের গৃহযুদ্ধে ২০ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।
২০০৫ সালে ওয়াশিংটনের মধ্যস্থতায় দেশটির উত্তর ও দক্ষিণের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচুর বিনিয়োগ করেছে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হবে এবং এর ফলে পারস্পরিক অবিশ্বাস আরও পুঞ্জীভূত হবে।
No comments