ফ্লোরিডায় এক সরকারি কর্মকর্তার হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর
ফ্লোরিডায় ১৯৮৪ সালে এক বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড গত মঙ্গলবার কার্যকর করা হয়েছে।
কারাগারের মুখপাত্র গ্রেট প্লিসিনজার বলেন, মার্গারেট পেগি পার্ককে হত্যার দায়ে দণ্ডিত মার্টিন গ্রসম্যানের (৪৫) মৃত্যুদণ্ড স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১৭ মিনিটে কার্যকর করা হয়। গ্রসম্যান ১৯ বছর বয়সে পার্ককে হত্যা করেন।
মৃত্যুদণ্ডের বিরোধিতাকারীরা ক্ষমা প্রদর্শনের জন্য ফ্লোরিডার গভর্নর চার্লি ক্রিস্টকে আহ্বান জানাতে বিভিন্ন ইহুদিবাদী সংগঠনের সঙ্গে যোগ দেন। তবে তাঁরা গ্রসম্যানের মৃত্যুদণ্ড রোধ করতে ব্যর্থ হন।
ফ্লোরিডায় ১৯৭৬ সালে সর্বোচ্চ এ শাস্তি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গ্রসম্যানের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ২০১০ সালের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
কারাগারের মুখপাত্র গ্রেট প্লিসিনজার বলেন, মার্গারেট পেগি পার্ককে হত্যার দায়ে দণ্ডিত মার্টিন গ্রসম্যানের (৪৫) মৃত্যুদণ্ড স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১৭ মিনিটে কার্যকর করা হয়। গ্রসম্যান ১৯ বছর বয়সে পার্ককে হত্যা করেন।
মৃত্যুদণ্ডের বিরোধিতাকারীরা ক্ষমা প্রদর্শনের জন্য ফ্লোরিডার গভর্নর চার্লি ক্রিস্টকে আহ্বান জানাতে বিভিন্ন ইহুদিবাদী সংগঠনের সঙ্গে যোগ দেন। তবে তাঁরা গ্রসম্যানের মৃত্যুদণ্ড রোধ করতে ব্যর্থ হন।
ফ্লোরিডায় ১৯৭৬ সালে সর্বোচ্চ এ শাস্তি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গ্রসম্যানের মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ২০১০ সালের এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
No comments