জুলাইয়ে পদত্যাগ করছেন জাতিসংঘের জলবায়ু প্রধান
জাতিসংঘের জলবায়ু প্রধান ইভো ডি বোয়ার আগামী জুলাইয়ে পদত্যাগ করছেন। তিনি কেপিএমজি কনসালটেন্সি গ্রুপের উপদেষ্টা হিসেবে যোগ দেবেন। জাতিসংঘের জলবায়ু সচিবালয় গতকাল এ কথা জানায়।
হতাশ করা কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের দুই মাস পর বোয়ারের পদত্যাগের এ খবর এল। তাঁর পদত্যাগ কার্যকর হবে ১ জুলাই থেকে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ‘ইউএনএফসিসিসি’ এক বিবৃতিতে এ কথা জানায়। ২০০৬ সাল থেকে তিনি এ সংস্থার নির্বাহী কর্মকর্তার পদে আছেন।
এক বিবৃতিতে বোয়ার বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়া কঠিন। কিন্তু আমি মনে করি বেসরকারি খাতে জলবায়ু এবং অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে কাজ করার নতুন চ্যালেঞ্জ নেওয়ার এটাই সময়।’
হতাশ করা কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের দুই মাস পর বোয়ারের পদত্যাগের এ খবর এল। তাঁর পদত্যাগ কার্যকর হবে ১ জুলাই থেকে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ‘ইউএনএফসিসিসি’ এক বিবৃতিতে এ কথা জানায়। ২০০৬ সাল থেকে তিনি এ সংস্থার নির্বাহী কর্মকর্তার পদে আছেন।
এক বিবৃতিতে বোয়ার বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়া কঠিন। কিন্তু আমি মনে করি বেসরকারি খাতে জলবায়ু এবং অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে কাজ করার নতুন চ্যালেঞ্জ নেওয়ার এটাই সময়।’
No comments