ছায়াপথের বাইরে সবচেয়ে পুরোনো নক্ষত্ররাজির সন্ধান
আমাদের এই ছায়াপথের বাইরের সবচেয়ে পুরোনো নক্ষত্ররাজির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদেরা। গত বুধবার ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) জ্যোতির্বিদেরা এ কথা জানান। চিলিতে স্থাপিত মানমন্দির থেকে ওই নক্ষত্রগুলোর সন্ধান পান তাঁরা।
এক বিবৃতিতে ইএসওর জ্যোতির্বিদেরা বলেন, ‘ছায়াপথের বাইরে এই নক্ষত্রগুলোর খোঁজ পাওয়ার মাধ্যমে কীভাবে মহাবিশ্বে প্রথম নক্ষত্রটির উদ্ভব হয়েছিল, সে সম্পর্কে আমাদের ধারণা পেতে সুবিধা হবে।’ জ্যোতির্বিদদের ধারণা, বিগ ব্যাংয়ের পরপরই প্রায় এক হাজার ৩৭০ কোটি বছর আগে প্রাচীন নক্ষত্রগুলো সৃষ্টি হয়েছিল।
চিলির সান্তিয়াগো শহরের উত্তরে আতাকামা মরুভূমিতে স্থাপিত ইএসওর অনেক বড় দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই পুরোনো নক্ষত্ররাজির সন্ধান পাওয়া গেছে। এই অনুসন্ধানী জ্যোতির্বিদ দলের সদস্য ভানেসা হিল দূরবীক্ষণযন্ত্রের ক্ষমতার প্রশংসা করেছেন।
এ ব্যাপারে গবেষণাপত্রের মূল লেখক এলসে স্টারকেনবার্গ বলেন, এ ধরনের পুরোনো নক্ষত্রের দেখা পাওয়া দুর্লভ ঘটনা। সাধারণ নক্ষত্রগুলোর ভিড়ে এগুলো লুকিয়ে থাকে। তবে একটি নতুন কৌশল ব্যবহার করার মাধ্যমে ইউরোপীয় জ্যেতির্বিদেরা এ নক্ষত্রটি খুঁজে পেয়েছেন।
এক বিবৃতিতে ইএসওর জ্যোতির্বিদেরা বলেন, ‘ছায়াপথের বাইরে এই নক্ষত্রগুলোর খোঁজ পাওয়ার মাধ্যমে কীভাবে মহাবিশ্বে প্রথম নক্ষত্রটির উদ্ভব হয়েছিল, সে সম্পর্কে আমাদের ধারণা পেতে সুবিধা হবে।’ জ্যোতির্বিদদের ধারণা, বিগ ব্যাংয়ের পরপরই প্রায় এক হাজার ৩৭০ কোটি বছর আগে প্রাচীন নক্ষত্রগুলো সৃষ্টি হয়েছিল।
চিলির সান্তিয়াগো শহরের উত্তরে আতাকামা মরুভূমিতে স্থাপিত ইএসওর অনেক বড় দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই পুরোনো নক্ষত্ররাজির সন্ধান পাওয়া গেছে। এই অনুসন্ধানী জ্যোতির্বিদ দলের সদস্য ভানেসা হিল দূরবীক্ষণযন্ত্রের ক্ষমতার প্রশংসা করেছেন।
এ ব্যাপারে গবেষণাপত্রের মূল লেখক এলসে স্টারকেনবার্গ বলেন, এ ধরনের পুরোনো নক্ষত্রের দেখা পাওয়া দুর্লভ ঘটনা। সাধারণ নক্ষত্রগুলোর ভিড়ে এগুলো লুকিয়ে থাকে। তবে একটি নতুন কৌশল ব্যবহার করার মাধ্যমে ইউরোপীয় জ্যেতির্বিদেরা এ নক্ষত্রটি খুঁজে পেয়েছেন।
No comments