কাল শুরু জব্বার স্মৃতি টেনিস
সেই ১৯৮২ সালে ছোট পরিসরে শুরু হয়েছিল এটি। এর পর ১৯৯১ সাল থেকে বড় আকারে চলতে থাকে প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে কাল থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক ১৬ বছরের গ্রুপ, বালক ও বালিকা একক, মিনি টেনিস গ্রুপ, দলগত ঊর্ধ্ব-৪০ গ্রুপ ও প্রকৌশলী দ্বৈতে অংশ নিচ্ছে ২২টি ক্লাবের ৩৩৪ জন খেলোয়াড়।
আগামী ২২ জানুয়ারি হবে ফাইনাল। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ইআরসির সাধারণ সম্পাদক খান আতাউর রহমান। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর প্রমুখ।
পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক ১৬ বছরের গ্রুপ, বালক ও বালিকা একক, মিনি টেনিস গ্রুপ, দলগত ঊর্ধ্ব-৪০ গ্রুপ ও প্রকৌশলী দ্বৈতে অংশ নিচ্ছে ২২টি ক্লাবের ৩৩৪ জন খেলোয়াড়।
আগামী ২২ জানুয়ারি হবে ফাইনাল। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ইআরসির সাধারণ সম্পাদক খান আতাউর রহমান। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর প্রমুখ।
No comments