ইরানে বোমা বিস্ফোরণে পরমাণুবিজ্ঞানী নিহত
ইরানের রাজধানী তেহরানে গতকাল মঙ্গলবার বোমা বিস্ফোরণে একজন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। তাঁর নাম মাসুদ মোহাম্মাদি। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
সরকারনিয়ন্ত্রিত প্রেস টিভি জানায়, গতকাল সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর বোমা বিস্ফোরণে অধ্যাপক মাসুদ মোহাম্মাদি নিহত হন। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে তাঁর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়। বোমার আঘাতে মোহাম্মাদির বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
অধ্যাপক মোহাম্মাদি ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন কি না, এ ব্যাপারে দেশটির সরকারি বা বেসরকারি কোনো সংবাদমাধ্যমই কিছু বলতে পারেনি।
প্রেস টিভি বলেছে, অধ্যাপক মোহাম্মাদি ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের গোঁড়া সমর্থক ছিলেন। ওই বিপ্লবের মধ্য দিয়ে শাহ শাসনের পতন হয় এবং মুসলিম নেতারা ক্ষমতায় অধিষ্ঠিত হন।
সরকারনিয়ন্ত্রিত প্রেস টিভি জানায়, গতকাল সকালে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার পর বোমা বিস্ফোরণে অধ্যাপক মাসুদ মোহাম্মাদি নিহত হন। দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে তাঁর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এ হামলা চালানো হয়। বোমার আঘাতে মোহাম্মাদির বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।
অধ্যাপক মোহাম্মাদি ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন কি না, এ ব্যাপারে দেশটির সরকারি বা বেসরকারি কোনো সংবাদমাধ্যমই কিছু বলতে পারেনি।
প্রেস টিভি বলেছে, অধ্যাপক মোহাম্মাদি ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের গোঁড়া সমর্থক ছিলেন। ওই বিপ্লবের মধ্য দিয়ে শাহ শাসনের পতন হয় এবং মুসলিম নেতারা ক্ষমতায় অধিষ্ঠিত হন।
No comments