বাফুফেকে জার্মানির উপহার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এক শ বল ও আরও অনেক আধুনিক ফুটবলসামগ্রী উপহার দিয়েছে জার্মান অলিম্পিক অ্যাসোসিয়েশন। এগুলো কাল বিকেলে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মাইকেল।
ঢাকার ৫টি গার্লস স্কুলের ৬৬ জন মেয়ের (অনূর্ধ্ব-১৪,) অংশগ্রহণে এক দিনের ফুটবল প্রশিক্ষণ শেষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। যৌথ আয়োজনে ছিল বাফুফে ও জার্মানি। আর তাতে ভূমিকা রেখেছেন বাংলাদেশের যুব ফুটবল উন্নয়নে তিন মাস কাজ শেষে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া জার্মান ফুটবল ফেডারেশনের অবৈতনিক কোচ আলী আসগার লালী। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাহীদুর রহমান সান্টু ছিলেন প্রশিক্ষণ তত্ত্বাবধানে।
মহিলা ফুটবল উন্নয়নে অনেক দিন ধরে কাজ করছে বাফুফে। এরই মধ্যে বেশ কিছু টুর্নামেন্টও তারা করেছে। এখন স্কুলের ছোট ছোট মেয়েদের ফুটবলে টেনে আনতেই এক দিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ—জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা।
ঢাকার ৫টি গার্লস স্কুলের ৬৬ জন মেয়ের (অনূর্ধ্ব-১৪,) অংশগ্রহণে এক দিনের ফুটবল প্রশিক্ষণ শেষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। যৌথ আয়োজনে ছিল বাফুফে ও জার্মানি। আর তাতে ভূমিকা রেখেছেন বাংলাদেশের যুব ফুটবল উন্নয়নে তিন মাস কাজ শেষে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া জার্মান ফুটবল ফেডারেশনের অবৈতনিক কোচ আলী আসগার লালী। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাহীদুর রহমান সান্টু ছিলেন প্রশিক্ষণ তত্ত্বাবধানে।
মহিলা ফুটবল উন্নয়নে অনেক দিন ধরে কাজ করছে বাফুফে। এরই মধ্যে বেশ কিছু টুর্নামেন্টও তারা করেছে। এখন স্কুলের ছোট ছোট মেয়েদের ফুটবলে টেনে আনতেই এক দিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ—জানিয়েছেন বাফুফের কর্মকর্তারা।
No comments