পাকিস্তানে তালেবানের হামলায় এক সেনা নিহত
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় এলাকার একটি তল্লাশি চৌকিতে গতকাল মঙ্গলবার তালেবানের হামলায় একজন সেনাসদস্য নিহত এবং আরও অন্তত তিনজন আহত হয়েছেন। সে দেশের কর্মকর্তারা গতকাল এ তথ্য দিয়েছেন। এএফপি।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জাবিত খান বলেন, আফগান সীমান্তবর্তী উপজাতীয় অধ্যুষিত পার্বত্য এলাকা মোহমান্দ জেলার ঘানান শাহ এলাকায় গতকাল খুব ভোরের দিকে তালেবানেরা হামলা চালায়। এ সময় ৩০ জনেরও বেশি তালেবানের একটি দল স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট লঞ্চার নিয়ে তিন দিক থেকে এসে সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে একজন আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত এবং তিনজন আহত হন।
একজন সেনা কর্মকর্তা এ হামলার কথা স্বীকার করে বলেন, নিরাপত্তারক্ষীদের পাল্টা হামলায় চারজন তালেবান সদস্যও নিহত হয়েছে। সহিংসতাপূর্ণ উপজাতীয় অঞ্চল বাজাউরের প্রধান শহর খারের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
২০০৮ সালের আগস্টে পাকিস্তানের সেনাবাহিনী বাজাউরে জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান শুরু করে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ বাজাউর জঙ্গিমুক্ত হওয়ার ঘোষণা দেন।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জাবিত খান বলেন, আফগান সীমান্তবর্তী উপজাতীয় অধ্যুষিত পার্বত্য এলাকা মোহমান্দ জেলার ঘানান শাহ এলাকায় গতকাল খুব ভোরের দিকে তালেবানেরা হামলা চালায়। এ সময় ৩০ জনেরও বেশি তালেবানের একটি দল স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট লঞ্চার নিয়ে তিন দিক থেকে এসে সেনাদের তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে একজন আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত এবং তিনজন আহত হন।
একজন সেনা কর্মকর্তা এ হামলার কথা স্বীকার করে বলেন, নিরাপত্তারক্ষীদের পাল্টা হামলায় চারজন তালেবান সদস্যও নিহত হয়েছে। সহিংসতাপূর্ণ উপজাতীয় অঞ্চল বাজাউরের প্রধান শহর খারের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।
২০০৮ সালের আগস্টে পাকিস্তানের সেনাবাহিনী বাজাউরে জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান শুরু করে। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে কর্তৃপক্ষ বাজাউর জঙ্গিমুক্ত হওয়ার ঘোষণা দেন।
No comments