নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে বিশ্ব রেকর্ড
নাক দিয়ে একটানা ১২ ঘণ্টা মাউথ অর্গান বাজিয়ে বিশ্ব রেকর্ড করেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বছর চব্বিশের যুবক চয়ন চক্রবর্তী। ইতিমধ্যে চয়নের নাম উঠেছে ‘লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকডর্স’-এ।
চয়ন এখন মাউথ অর্গানে প্রায় ৭০০ গান তুলতে পারেন। চয়নের আগে সাড়ে সাত ঘণ্টার রেকর্ড ছিল বিশাল শর্মার। সেই রেকর্ড ভেঙেছেন চয়ন। চয়ন বলেছেন, তাঁর এখন লক্ষ্য একটানা ২৪ ঘণ্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে নতুন রেকর্ড গড়ার। মাত্র ছয় বছর আগে কলকাতার শৈবাল সেনের কাছ থেকে নাক দিয়ে মাউথ অর্গান বাজনোর তালিম নেন চয়ন। তারপর দীর্ঘ সাধনার পর গড়েন বিশ্ব রেকর্ড। চয়ন এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এখন একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন।
চয়ন এখন মাউথ অর্গানে প্রায় ৭০০ গান তুলতে পারেন। চয়নের আগে সাড়ে সাত ঘণ্টার রেকর্ড ছিল বিশাল শর্মার। সেই রেকর্ড ভেঙেছেন চয়ন। চয়ন বলেছেন, তাঁর এখন লক্ষ্য একটানা ২৪ ঘণ্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজিয়ে নতুন রেকর্ড গড়ার। মাত্র ছয় বছর আগে কলকাতার শৈবাল সেনের কাছ থেকে নাক দিয়ে মাউথ অর্গান বাজনোর তালিম নেন চয়ন। তারপর দীর্ঘ সাধনার পর গড়েন বিশ্ব রেকর্ড। চয়ন এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এখন একটি বেসরকারি সংস্থায় চাকরি করছেন।
No comments