হোবার্টে আকমল ভাইদের বিচ্ছেদ!
সুবর্ণ সুযোগ হাতছাড়া! কথাটা অনেকবার শুনেছেন। আর পাকিস্তান ক্রিকেট দল সেটাই হাতে-কলমে বুঝিয়ে দিল সিডনি টেস্টে। ১৪ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট জেতার স্বাদ পেতে পেতেও পাওয়া হলো না।
এসবই পুরোনো কথা। তার পরও লিখতে হচ্ছে। সিডনি টেস্টে ৩৬ রানে হেরে যাওয়ার দুঃখ যে এখনো ভুলতে পারেনি পাকিস্তান। আর ওই টেস্টে চারটি ক্যাচ ফেলা কামরান আকমলকেই হতে হচ্ছে বলি। ছোট্ট মেয়েকে সামলাতে গিয়ে রাতে নাকি ঘুম হচ্ছে না, কামরানের কম রান আর উইকেটের পেছনে বাজে পারফরম্যান্সের এটাই কারণ। তাঁকে শান্তিতে ঘুমানোর সুযোগ করে দিয়ে আগামীকাল হোবার্টে শুরু টেস্টে একাদশে নেওয়া হচ্ছে উইকেটকিপার সরফরাজ আহমেদকে।
এসবই পুরোনো কথা। তার পরও লিখতে হচ্ছে। সিডনি টেস্টে ৩৬ রানে হেরে যাওয়ার দুঃখ যে এখনো ভুলতে পারেনি পাকিস্তান। আর ওই টেস্টে চারটি ক্যাচ ফেলা কামরান আকমলকেই হতে হচ্ছে বলি। ছোট্ট মেয়েকে সামলাতে গিয়ে রাতে নাকি ঘুম হচ্ছে না, কামরানের কম রান আর উইকেটের পেছনে বাজে পারফরম্যান্সের এটাই কারণ। তাঁকে শান্তিতে ঘুমানোর সুযোগ করে দিয়ে আগামীকাল হোবার্টে শুরু টেস্টে একাদশে নেওয়া হচ্ছে উইকেটকিপার সরফরাজ আহমেদকে।
No comments