নিউজিল্যান্ড ও ফিজি সম্পর্ক উন্নয়নে রাজি
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মুরে ম্যাককালি বলেছেন, নিউজিল্যান্ড সরকার ও ফিজির সামরিক শাসক দুই দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাতে সম্মত হয়েছে। এএফপি।
গত শুক্রবার ও শনিবার ফিজির পর্যটনকেন্দ্র নাদি নগরে ম্যাককালি ও ফিজির পররাষ্ট্রমন্ত্রী রাতু ইনোক কুবুয়াবোলার মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে ম্যাককালি বলেন, ‘একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
গত শুক্রবার ও শনিবার ফিজির পর্যটনকেন্দ্র নাদি নগরে ম্যাককালি ও ফিজির পররাষ্ট্রমন্ত্রী রাতু ইনোক কুবুয়াবোলার মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে ম্যাককালি বলেন, ‘একটি ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
No comments