হিমালয়ে হাঁচি দেয় বানর হাঁটে মাছ
হিমালয় অঞ্চলের পাহাড়ি এলাকায় লতাপাতার ভেতর দিব্যি হেঁটে বেড়াচ্ছে নীল রঙের এই মাছ। অদ্ভুত প্রজাতির এই মাছ চার দিন পর্যন্ত এক ফোঁটা পানি ছাড়াই ডাঙায় ড্যাং ড্যাং করে বেড়াতে পারে।
এমন মাছ ছাড়াও আরও ২০০ নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পেয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে উল্টো নাকবিশিষ্ট বানর। সামান্য বৃষ্টি নামলেই উল্টো চ্যাপ্টা নাক দিয়ে পানি ঢোকায় হাঁচি দিতে দিতে দিশেহারা হয়ে যায় তারা। ফাউন্ডেশনের তোলা ছবিটি মঙ্গলবার প্রকাশ করেছে এএফপি
No comments