প্রথম ইনিংসে ১৭৯ রানে এগিয়ে ইংল্যান্ড
অফস্পিনার সাইদ আজমলের অসাধারণ বোলিংয়ে ২৫১ রানে শেষ হয়েছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। ২ উইকেটে ১১২ রান নিয়ে আজ শনিবার দ্বিতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। তৃতীয় উইকেট জুটিতে ১৩৩ রানের জুটি গড়ে বড় স্কোর গড়ার আশা জাগিয়েছিলেন ট্রট ও পিটারসন।
পাকিস্তানের জন্য ক্রমশই বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভাঙ্গেন অনিয়মিত বোলার উমর আমিন। ৫৪ রান করে বদলি ফিল্ডার ইয়াসির হামিদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ট্রট। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার পথে সাইদ আজমল পিটারসনকে তাঁর প্রথম শিকারে পরিণত করেন। ৮০ রান করে ফিরে যান পিটারসন। এরপর আজমল একে একে তুলে নেন প্রিয়র, কলিংউড, স্টুয়ার্ড ব্রড ও সোয়ানের উইকেট। পিটারসন আউট হওয়ার পর আর বড় কোন জুটি গড়ে তুলতে পারে নি ইংল্যান্ড। ২০৫ রানে ৪ উইকেট থেকে শেষপর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। মোহাম্মদ আসিফ ও মোহম্মদ আমির নিয়েছেন ২টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংস শুরু করেছে পাকিস্তান। এখন পর্যন্ত ১ উইকেটে সফরকারীরা সংগ্রহ করেছে ১ রান। অধিনায়ক সালমান বাট কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন। ইমরান ফারহাত ১ ও আজহার আলী শূন্য রান নিয়ে ব্যাট করছেন।
পাকিস্তানের জন্য ক্রমশই বিপদজনক হয়ে ওঠা এই জুটি ভাঙ্গেন অনিয়মিত বোলার উমর আমিন। ৫৪ রান করে বদলি ফিল্ডার ইয়াসির হামিদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ট্রট। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার পথে সাইদ আজমল পিটারসনকে তাঁর প্রথম শিকারে পরিণত করেন। ৮০ রান করে ফিরে যান পিটারসন। এরপর আজমল একে একে তুলে নেন প্রিয়র, কলিংউড, স্টুয়ার্ড ব্রড ও সোয়ানের উইকেট। পিটারসন আউট হওয়ার পর আর বড় কোন জুটি গড়ে তুলতে পারে নি ইংল্যান্ড। ২০৫ রানে ৪ উইকেট থেকে শেষপর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫১ রানে। মোহাম্মদ আসিফ ও মোহম্মদ আমির নিয়েছেন ২টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংস শুরু করেছে পাকিস্তান। এখন পর্যন্ত ১ উইকেটে সফরকারীরা সংগ্রহ করেছে ১ রান। অধিনায়ক সালমান বাট কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন। ইমরান ফারহাত ১ ও আজহার আলী শূন্য রান নিয়ে ব্যাট করছেন।
No comments