কার্লোসের আশা
বয়স ৩৭ হয়ে গেছে। চার বছর আগে ২০০৬ বিশ্বকাপের পরপরই জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবলে এখনো আছেন রবার্তো কার্লোস। আর কত দিন খেলবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই লেফটব্যাক? ভক্তদের এমন কৌতূহলী প্রশ্নে কার্লোস বলেছেন, আরও বছর চারেক খেলতে চান তিনি। ক্লাব করিন্থিয়ানসের ওয়েবসাইটে কার্লোস বলেছেন, ‘আমি আরও চার বছর খেলব। খেলা ছাড়ার আগে আরও অনেক ট্রফি জিততে চাই আমি।’ ব্রাজিলের জার্সি গায়ে ১২৫টি ম্যাচ খেলা কার্লোস ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন বিশ্বখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে। দীর্ঘ ১১ বছর খেলেছেন সেখানে। খেলেছেন ইন্টার মিলান, ফেনেরবাচের মতো ক্লাবেও। সেই কার্লোস এখন ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানসে। নতুন ক্লাব সম্পর্কে উচ্চকণ্ঠ তিনি, ‘এখানকার সবকিছুই আলাদা। আমি রিয়াল, ইন্টারের মতো সর্বোচ্চ পর্যায়ের ক্লাবে খেলেছি। কিন্তু করিন্থিয়ানস সংগঠিত এবং আমাদের দেশের কথা উঠলেই এটির নাম চলে আসে। করিন্থিয়ানসের যা অবকাঠামো তাতে ইউরোপীয় ক্লাবগুলোর সঙ্গে তুলনা করাটা কঠিন। তবে আমি বলব, করিন্থিয়ানস বিশ্বের বড় চারটি ক্লাবের একটি!
No comments