মুলার বায়ার্নের সঙ্গেই
মাত্র ২০ বছর বয়সেই বিশ্বকাপ খেলতে গিয়ে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সোনার জুতা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারও উঠেছে টমাস মুলারের হাতে। এমন একজন প্রতিশ্রুতিশীল প্রতিভাবান ফুটবলারকে ছেড়ে দেবে বায়ার্ন মিউনিখ? ছাড়েওনি তারা। মুলারের সঙ্গে চুক্তিটা নবায়ন করল বায়ার্ন। নতুন এই চুক্তির অর্থ, ২০১৫ সাল পর্যন্ত মিলানের হয়ে গেলেন মুলার। বায়ার্নই এক ঘোষণায় জানিয়েছে, মুলারের সঙ্গে নতুন চুক্তিটি হয়েছে ২০১৫ পর্যন্ত। ‘এফসি বায়ার্ন পারফরম্যান্সের পুরস্কার দিতে জানে। গত মৌসুমে টমাস মুলারের পারফরম্যান্স ছিল অসাধারণ।
No comments