দল ঘোষণায় লোর চমক
আগে নিরাশার ছবিটাই এঁকেছিল সবাই। কিন্তু বিশ্বকাপের শুরু থেকেই তারুণ্যের ঝলকে পুরো বিশ্বকে চমকে দিতে থাকে জোয়াকিম লোর জার্মানি। তারুণ্যপ্রেমী লো দল ঘোষণায় এবার দিলেন আরও বড় চমক। মাইকেল বালাক তো আগে থেকেই নেই। বিশ্বকাপের অধিনায়ক ফিলিপ লাম, মেসুত ওজিল, বিশ্বকাপে সোনার জুতা ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা টমাস মুলার, সামি খেদিরা, ক্লোসা, পোডলস্কি...কে নেই হিসাব করার চেয়ে কে কে আছেন, সেই তালিকা করাই ভালো।
আগামী বুধবার ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত লোর ১৮ সদস্যের দলে বিশ্বকাপে যাওয়া সদস্য মাত্র ৮ জন! নয়্যার, টিম ভেইস, জেরম বোয়েটাং, সের্ডার টস্কি, টনি ক্রুজ, মার্কো মার্টিন, পিওতর ট্রচোস্কি ও মারিও গোমেজ। তবে বিশ্বকাপ দলে যাঁর বাদ পড়া নিয়ে হইচই হয়েছিল বেশি, সেই টমাস হিটজেলস্পার্জার ফিরেছেন দলে। লোর যুগে প্রথমবার ডাক পেলেন সেই ২০০৫-এর ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচ খেলা ডিফেন্ডার ক্রিস্টিয়ান শুলজ। তার পরও দলে আনকোরা নাম দুটি, ভলফসবুর্গের সাসখা রাইদার ও বুরুশিয়া মনশেনগ্লাডবাখের মার্কো রেউস।
আগামী বুধবার ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত লোর ১৮ সদস্যের দলে বিশ্বকাপে যাওয়া সদস্য মাত্র ৮ জন! নয়্যার, টিম ভেইস, জেরম বোয়েটাং, সের্ডার টস্কি, টনি ক্রুজ, মার্কো মার্টিন, পিওতর ট্রচোস্কি ও মারিও গোমেজ। তবে বিশ্বকাপ দলে যাঁর বাদ পড়া নিয়ে হইচই হয়েছিল বেশি, সেই টমাস হিটজেলস্পার্জার ফিরেছেন দলে। লোর যুগে প্রথমবার ডাক পেলেন সেই ২০০৫-এর ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচ খেলা ডিফেন্ডার ক্রিস্টিয়ান শুলজ। তার পরও দলে আনকোরা নাম দুটি, ভলফসবুর্গের সাসখা রাইদার ও বুরুশিয়া মনশেনগ্লাডবাখের মার্কো রেউস।
No comments