ক্যাপেলো দুঃখিত
ইংল্যান্ডের খেলোয়াড়দের বিশ্বকাপ পারফরম্যান্সের কোনো নম্বর ক্যাপেলো দেননি। এসব নম্বর-টম্বর দেওয়ায় তিনি বিশ্বাসও করেন না। তাহলে ইন্টারনেটে ক্যাপেলো সূচক এল কোত্থেকে? ইংল্যান্ডের ইতালিয়ান কোচ আগেই বলেছেন, এটা তিনি জানেন না। ইন্টারনেটে ক্যাপেলো সূচক দেখে খেপেছেন, বিরক্তও হয়েছেন। তাঁর অজান্তেই নাকি করা হয়েছে এসব।
তবে যা ঘটেছে, তা নিয়ে ক্যাপেলো খুবই হতাশ এবং দুঃখিত—বলেছেন তাঁর ছেলে এবং এজেন্ট পিয়ারফিলেপ্পো। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) এরই মধ্যে পিয়ারফিলেপ্পো জানিয়ে দিয়েছে, ক্যাপেলো ইংল্যান্ডের খেলোয়াড়দের বিশ্বকাপ পারফরম্যান্সের কোনো ধরনের মূল্যায়নই কোথাও করেননি। ইন্টারনেটের ওই মূল্যায়ন পাতা থেকে দ্রুতই ক্যাপেলোর নাম সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন ক্যাপেলো-তনয়।
তবে যা ঘটেছে, তা নিয়ে ক্যাপেলো খুবই হতাশ এবং দুঃখিত—বলেছেন তাঁর ছেলে এবং এজেন্ট পিয়ারফিলেপ্পো। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) এরই মধ্যে পিয়ারফিলেপ্পো জানিয়ে দিয়েছে, ক্যাপেলো ইংল্যান্ডের খেলোয়াড়দের বিশ্বকাপ পারফরম্যান্সের কোনো ধরনের মূল্যায়নই কোথাও করেননি। ইন্টারনেটের ওই মূল্যায়ন পাতা থেকে দ্রুতই ক্যাপেলোর নাম সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন ক্যাপেলো-তনয়।
No comments