যুক্তরাষ্ট্র থেকে ট্যাংক ও টর্পেডো কিনছে তাইওয়ান
প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টর্পেডো ও ভারী ট্যাংক কিনতে যাচ্ছে তাইওয়ান। চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্কের বরফ গলতে শুরু করলেও তাইওয়ান এই পরিকল্পনা করছে। গতকাল সোমবার স্থানীয় লিবার্টি টাইমস পত্রিকায় এ খবর প্রকাশিত হয়।
পত্রিকার খবরে বলা হয়, প্রেসিডেন্ট মা ইং-জিউ টর্পেডো ও অস্ত্রশস্ত্র কেনার জন্য একটি তালিকা তৈরি করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তাতে তিনি এমকে-৫৪ টর্পেডো, এমআইএ-২ ট্যাংক, উভচর যানসহ বেশ কিছু অস্ত্রের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তবে তালিকা তৈরির প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
চীনের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ২০০৮ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মা ইং-জিউ। এর পর থেকে লক্ষণীয়ভাবে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের পর মূল ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়া তাইওয়ানে স্বায়ত্তশাসন চলছে।
পত্রিকার খবরে বলা হয়, প্রেসিডেন্ট মা ইং-জিউ টর্পেডো ও অস্ত্রশস্ত্র কেনার জন্য একটি তালিকা তৈরি করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তাতে তিনি এমকে-৫৪ টর্পেডো, এমআইএ-২ ট্যাংক, উভচর যানসহ বেশ কিছু অস্ত্রের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তবে তালিকা তৈরির প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
চীনের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ২০০৮ সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মা ইং-জিউ। এর পর থেকে লক্ষণীয়ভাবে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। প্রসঙ্গত, ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের পর মূল ভূমি থেকে বিচ্ছিন্ন হওয়া তাইওয়ানে স্বায়ত্তশাসন চলছে।
No comments