সীমান্ত বাঁধ খুলে দ. কোরিয়ায় পানি ছাড়ছে উ. কোরিয়া
উত্তর কোরিয়া তাদের সীমান্তবর্তী একটি বাঁধ দিয়ে পানি ছেড়ে দেওয়া শুরু করেছে। এতে প্রতি সেকেন্ডে এক হাজার টন পানি দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করছে। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ তথ্য জানায়।
ধারণা করা হচ্ছে, গত রোববার রাতে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী হোয়াংগ্যাং বাঁধের বন্যা নিয়ন্ত্রণ দরজাগুলো খুলে দেওয়া হয়। ফলে ইমজিন নদী দিয়ে পানি দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করছে। গত কয়েক দিনের মৌসুমি বৃষ্টিপাতের ফলে কোরীয় উপদ্বীপের কয়েকটি বড় নদীতে পানি বেড়ে যায়।
বন্যা প্রতিরোধে পিয়ংইয়ং শিগগিরই একটি বাঁধ দিয়ে পানি ছেড়ে দেবে বলে গত রোববার সিউলকে জানায়। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া আকস্মিক বন্যার পানি বাঁধ দিয়ে ছেড়ে দিলে দক্ষিণ কোরিয়ার ছয় পর্যটক নিহত হন। ওই ঘটনার পর থেকে পানি ছাড়ার আগে উত্তর কোরিয়া সিউলকে অবহিত করবে বলে অঙ্গীকার করে।
ধারণা করা হচ্ছে, গত রোববার রাতে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী হোয়াংগ্যাং বাঁধের বন্যা নিয়ন্ত্রণ দরজাগুলো খুলে দেওয়া হয়। ফলে ইমজিন নদী দিয়ে পানি দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করছে। গত কয়েক দিনের মৌসুমি বৃষ্টিপাতের ফলে কোরীয় উপদ্বীপের কয়েকটি বড় নদীতে পানি বেড়ে যায়।
বন্যা প্রতিরোধে পিয়ংইয়ং শিগগিরই একটি বাঁধ দিয়ে পানি ছেড়ে দেবে বলে গত রোববার সিউলকে জানায়। গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া আকস্মিক বন্যার পানি বাঁধ দিয়ে ছেড়ে দিলে দক্ষিণ কোরিয়ার ছয় পর্যটক নিহত হন। ওই ঘটনার পর থেকে পানি ছাড়ার আগে উত্তর কোরিয়া সিউলকে অবহিত করবে বলে অঙ্গীকার করে।
No comments