সোমালিয়ায় তিনটি বেতার কেন্দ্রে হামলা আহত ৪
সোমালিয়ার উত্তরাঞ্চলে গত শুক্রবার অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তিনটি বেতারকেন্দ্রে গ্রেনেড হামলা চালিয়েছে। এতে তিনজন সাংবাদিক ও একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
কয়েক মিনিটের ব্যবধানে গালকাই, মুডুগ ও হোবিও—এই তিনটি বেতার কেন্দ্রে হামলা চালানো হয়।
পুলিশ জানায়, ‘বেতারকেন্দ্রগুলোতে হামলার ধরন দেখে মনে হচ্ছে, এগুলো পরিকল্পিত এবং একটির সঙ্গে আরেকটির সম্পর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলার কারণ বের করার জন্য আমরা তদন্ত করে যাচ্ছি। এ অঞ্চলে বেতারকেন্দ্রে আগে কখনো হামলার ঘটনা ঘটেনি। এতে আমাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।’
হামলায় আহত সাংবাদিক আবদুল আলী জুমালি বলেন, ‘আমি মুডুগ রেডিও স্টেশন থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই আমার পাশে গ্রেনেডটি বিস্ফোরিত হয়েছে।’
কয়েক মিনিটের ব্যবধানে গালকাই, মুডুগ ও হোবিও—এই তিনটি বেতার কেন্দ্রে হামলা চালানো হয়।
পুলিশ জানায়, ‘বেতারকেন্দ্রগুলোতে হামলার ধরন দেখে মনে হচ্ছে, এগুলো পরিকল্পিত এবং একটির সঙ্গে আরেকটির সম্পর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলার কারণ বের করার জন্য আমরা তদন্ত করে যাচ্ছি। এ অঞ্চলে বেতারকেন্দ্রে আগে কখনো হামলার ঘটনা ঘটেনি। এতে আমাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।’
হামলায় আহত সাংবাদিক আবদুল আলী জুমালি বলেন, ‘আমি মুডুগ রেডিও স্টেশন থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই আমার পাশে গ্রেনেডটি বিস্ফোরিত হয়েছে।’
No comments