দুই রকম অভিষেক
শাহরিয়ার নাফীস তাঁর সর্বশেষ টেস্ট খেলেছেন এই চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামেই, ২০০৮ সালের ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শফিউল ইসলাম এখনো টেস্টই খেলেননি। এক অর্থে আজ এই দুজনেরই হচ্ছে দুই রকম অভিষেক।
আইসিএল থেকে ফেরার পর ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচেই খেলা হয়নি শাহরিয়ারের। টেস্ট থেকে দুই বছর আর ওয়ানডে থেকে প্রায় দেড় বছর বাইরে থাকার পর আজ আবার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন তিনি। ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে অভিষেকের পর আজ টেস্ট অভিষেক হবে শফিউলেরও।
দল সূত্রে জানা গেছে, প্রথম টেস্টের জন্য তিন পেসার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়েই হচ্ছে বাংলাদেশের প্রথম একাদশ। ১৪ জনের স্কোয়াড থেকে একাদশের বাইরে থাকবেন জুনায়েদ সিদ্দিক, মাহবুবুল আলম ও এনামুল হক জুনিয়র। তবে আজ সকালে উইকেট দেখার পর বদলেও যেতে পারে দলের এই চেহারা। সে ক্ষেত্রে রুবেলের জায়গায় হয়তো দেখা যাবে এনামুলকেই।
আইসিএল থেকে ফেরার পর ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচেই খেলা হয়নি শাহরিয়ারের। টেস্ট থেকে দুই বছর আর ওয়ানডে থেকে প্রায় দেড় বছর বাইরে থাকার পর আজ আবার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন তিনি। ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে অভিষেকের পর আজ টেস্ট অভিষেক হবে শফিউলেরও।
দল সূত্রে জানা গেছে, প্রথম টেস্টের জন্য তিন পেসার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়েই হচ্ছে বাংলাদেশের প্রথম একাদশ। ১৪ জনের স্কোয়াড থেকে একাদশের বাইরে থাকবেন জুনায়েদ সিদ্দিক, মাহবুবুল আলম ও এনামুল হক জুনিয়র। তবে আজ সকালে উইকেট দেখার পর বদলেও যেতে পারে দলের এই চেহারা। সে ক্ষেত্রে রুবেলের জায়গায় হয়তো দেখা যাবে এনামুলকেই।
No comments