পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
পাকিস্তানের ওয়াজিরিস্তানে মার্কিন মনুষ্যবিহীন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় আল-কায়েদার একজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। খবর পিটিআইর।
পত্রিকাটি জানায়, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলে দত্তখেলে তালেবানের আস্তানায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আল-কায়েদা নেতা জামাল সাঈদ আবদুল রহিম। তিনি এফবিআইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর করাচিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান ছিনতাইয়ের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই বিমান ছিনতাইকালে অন্তত ২০ জন যাত্রীকে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার আবদুল রহিমকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
নিউইয়র্ক টাইমস বলেছে, আবদুল রহিম নিহত হওয়ার বিষয়টি পাকিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করলেও এ ব্যাপারে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারাদের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে আবুদল রহিমকে একজন ফিলিস্তিনি বলে দাবি করা হয়েছে।
পত্রিকাটি জানায়, ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলে দত্তখেলে তালেবানের আস্তানায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আল-কায়েদা নেতা জামাল সাঈদ আবদুল রহিম। তিনি এফবিআইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। ১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর করাচিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান ছিনতাইয়ের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই বিমান ছিনতাইকালে অন্তত ২০ জন যাত্রীকে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার আবদুল রহিমকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
নিউইয়র্ক টাইমস বলেছে, আবদুল রহিম নিহত হওয়ার বিষয়টি পাকিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করলেও এ ব্যাপারে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারাদের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে আবুদল রহিমকে একজন ফিলিস্তিনি বলে দাবি করা হয়েছে।
No comments