সেনা প্রত্যাহার করে তালেবানের সঙ্গে আলোচনায় বসুন
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান সাবেক ক্রিকেটার ইমরান খান দেশটির উপজাতি এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে তালেবানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। নয় তো পাকিস্তান বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার লন্ডনে চাথম হাউসে এক আলোচনায় ইমরান খান এ কথা বলেন।
ইমরান খান বলেন, আফগান সীমান্তে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সামরিক বাহিনীর হামলার ফলে স্থানীয় বিপুলসংখ্যক লোক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং জঙ্গিদের প্রতি তাদের সমর্থন বেড়ে চলেছে।
ইমরান খান বলেন, আফগান সীমান্তে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সামরিক বাহিনীর হামলার ফলে স্থানীয় বিপুলসংখ্যক লোক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং জঙ্গিদের প্রতি তাদের সমর্থন বেড়ে চলেছে।
No comments