ঢাকায় ইউএস ট্রেড শো আগামী ফেব্রুয়ারিতে
ঢাকায় ২০১০ সালের ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ইউএস ট্রেড শো শীর্ষক এক মেলা অনুষ্ঠিত হবে। মার্কিন পণ্য ও সেবার তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকা শেরাটন হোটেলে।
চলতি ২০০৯ সালেও একই জায়গায় অনুষ্ঠিত হয় ইউএস ট্রেড শো। এতে ৬০টি স্টল অংশ নেয়, যারা আমেরিকার দেড় শতাধিক কোম্পানির প্রতিনিধিত্ব করে।
ঢাকায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এ প্রদর্শনীর আয়োজন করবে।
যারা এ মেলায় মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করতে আগ্রহী তাদের অ্যামচেমের ঢাকা শেরাটন হোটেলের ৩১৯ নম্বর রুমের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ফোন নম্বর— ৮৩৩০০০১, ৮৩৫৮০৬০, ফ্যাক্স:৯৩৪৯২১৭; ইমেইল: amcham@cmchambd.org
চলতি ২০০৯ সালেও একই জায়গায় অনুষ্ঠিত হয় ইউএস ট্রেড শো। এতে ৬০টি স্টল অংশ নেয়, যারা আমেরিকার দেড় শতাধিক কোম্পানির প্রতিনিধিত্ব করে।
ঢাকায় মার্কিন দূতাবাসের সহযোগিতায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এ প্রদর্শনীর আয়োজন করবে।
যারা এ মেলায় মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করতে আগ্রহী তাদের অ্যামচেমের ঢাকা শেরাটন হোটেলের ৩১৯ নম্বর রুমের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ফোন নম্বর— ৮৩৩০০০১, ৮৩৫৮০৬০, ফ্যাক্স:৯৩৪৯২১৭; ইমেইল: amcham@cmchambd.org
No comments