উঠে এল মিলান
সান সিরোর দুই প্রান্তে দুই রকমের রাত ছিল পরশু। এসি মিলান শিবিরে ছিল লািসওর বিপক্ষে ২-১ গোলে জয়ের আনন্দ। আর ইন্টার মিলানে রোমার সঙ্গে ১-১ গোলে ড্রয়ের দুঃখ।
নতুন কোচ লিওনার্দোর অধীনে এসি মিলানের নতুন মৌসুমটা অন্য রকম এক ইঙ্গিতই দিচ্ছিল—কাকাবিহীন মিলান হয়তো অধঃপাতেই যাচ্ছে! কিন্তু শুরুর সেই হতাশা ধীরে ধীরে কাটিয়ে উঠছে মিলান। কালকের জয়সহ টানা সাত ম্যাচে অপরাজিত রইল লিওনার্দোর দল।
আড়মোড়া ভেঙে এসি মিলানের জেগে ওঠায় বড় অবদান দুই ব্রাজিলিয়ানের—রোনালদিনহো ও আলেক্সান্ডার পাতো। পরশু রোমের জয়টাও দুই ব্রাজিলিয়ান-মণ্ডিত। পাতো করেছেন একটি গোল। আর রোনালদিনহো করিয়েছেন। রোনালদিনহো উত্স ছিলেন মিলানের পক্ষে দিয়াগো সিলভার করা প্রথম গোলের। আত্মঘাতী গোল করে লািসওকেও ব্যবধান কমানোর ‘আনন্দ’ উপহার দিয়েছেন দিয়াগোই।
নিজেদের মাঠে ইন্টার মিলান ভুচিনিচের গোলে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে। স্যামুয়েল ইতোর ৪৮ মিনিটের গোলে ম্যাচে ফিরলেও জয়সূচক গোল আর পায়নি ইন্টার। এর পরও ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে হোসে মরিনহোর দল।
নতুন কোচ লিওনার্দোর অধীনে এসি মিলানের নতুন মৌসুমটা অন্য রকম এক ইঙ্গিতই দিচ্ছিল—কাকাবিহীন মিলান হয়তো অধঃপাতেই যাচ্ছে! কিন্তু শুরুর সেই হতাশা ধীরে ধীরে কাটিয়ে উঠছে মিলান। কালকের জয়সহ টানা সাত ম্যাচে অপরাজিত রইল লিওনার্দোর দল।
আড়মোড়া ভেঙে এসি মিলানের জেগে ওঠায় বড় অবদান দুই ব্রাজিলিয়ানের—রোনালদিনহো ও আলেক্সান্ডার পাতো। পরশু রোমের জয়টাও দুই ব্রাজিলিয়ান-মণ্ডিত। পাতো করেছেন একটি গোল। আর রোনালদিনহো করিয়েছেন। রোনালদিনহো উত্স ছিলেন মিলানের পক্ষে দিয়াগো সিলভার করা প্রথম গোলের। আত্মঘাতী গোল করে লািসওকেও ব্যবধান কমানোর ‘আনন্দ’ উপহার দিয়েছেন দিয়াগোই।
নিজেদের মাঠে ইন্টার মিলান ভুচিনিচের গোলে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে। স্যামুয়েল ইতোর ৪৮ মিনিটের গোলে ম্যাচে ফিরলেও জয়সূচক গোল আর পায়নি ইন্টার। এর পরও ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে হোসে মরিনহোর দল।
No comments