ফাইনালে জোকোভিচকে পেলেন ফেদেরার
রজার ফেদেরারের বাল্যবন্ধু, কিন্তু টেনিস-বিশ্বে মার্কো চিউডিনেলির কোনো নামডাক নেই। সেই অখ্যাত চিউডেনেলি কিন্তু পরশু সুইস ইনডোরে ঘাবড়ে দিয়েছিলেন বিখ্যাত বন্ধু ফেদেরারকে। টাইব্রেকারে গড়ানো প্রথম সেটটা ঘাম ঝরিয়েই জিততে হয়েছে এক নম্বর তারকাকে। শেষ পর্যন্ত অবশ্য ৭-৬ (৯/৭), ৬-৩ গেমে জিতে নিজের ঘরের এই টুর্নামেন্টে টানা চতুর্থ ফাইনালে উঠে গেছেন ফেদেরার।
ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সেমিফাইনালে এই সার্বিয়ানকেও ঘাম ঝরাতে হয়েছে রাদেক স্তেপানেকের বিপক্ষে। টাইব্রেকারে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটেও একটু হলেই হেরে ফাইনালে ওঠার আশাই শেষ হতে বসেছিল তাঁর। টানা তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় সেট তো বটেই, ৬-৭ (৪/৭), ৭-৫, ৬-২ গেমে ম্যাচটাও জিতে নিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই।
ফাইনালে মুখোমুখি হওয়ার আগে চাপের মুখে জোকোভিচের ঘুরে দাঁড়ানোর এই দৃঢ় মানসিকতাকেই ভয় পাচ্ছিলেন ফেদেরার, ‘জোকোভিচ বেশ নিখুঁত টেনিস খেলছে। এই সপ্তাহেই দু-দুটো কঠিন ম্যাচে ও মাথা ঠান্ডা রেখে জিতেছে। সাধারণত আমরা মুখোমুখি হলে ম্যাচটা কঠিনই হয়। নির্দিষ্ট দিনে যে ভালো খেলে সে-ই জেতে।
ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সেমিফাইনালে এই সার্বিয়ানকেও ঘাম ঝরাতে হয়েছে রাদেক স্তেপানেকের বিপক্ষে। টাইব্রেকারে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটেও একটু হলেই হেরে ফাইনালে ওঠার আশাই শেষ হতে বসেছিল তাঁর। টানা তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় সেট তো বটেই, ৬-৭ (৪/৭), ৭-৫, ৬-২ গেমে ম্যাচটাও জিতে নিয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই।
ফাইনালে মুখোমুখি হওয়ার আগে চাপের মুখে জোকোভিচের ঘুরে দাঁড়ানোর এই দৃঢ় মানসিকতাকেই ভয় পাচ্ছিলেন ফেদেরার, ‘জোকোভিচ বেশ নিখুঁত টেনিস খেলছে। এই সপ্তাহেই দু-দুটো কঠিন ম্যাচে ও মাথা ঠান্ডা রেখে জিতেছে। সাধারণত আমরা মুখোমুখি হলে ম্যাচটা কঠিনই হয়। নির্দিষ্ট দিনে যে ভালো খেলে সে-ই জেতে।
No comments