ওবামাকে উপহার
শুভেচ্ছার নিদর্শন হিসেবে বারাক ওবামাকে একটি তায়কোয়ান্দোর পোশাক ও সম্মানসূচক ব্ল্যাক বেল্ট দিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক। প্রেসিডেন্ট লির মুখপাত্র পার্ক সান-কিউ জানান, কোরিয়ার মার্শাল আর্টের ব্যাপারে ওবামার অতীত আগ্রহের কথা মাথায় রেখে প্রেসিডেন্ট লি নিজে এই উপহার পছন্দ করেছেন।
কোরিয়ার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট তায়কোয়ান্দো। এতে দক্ষতার মাত্রা অনুযায়ী বিভিন্ন রঙের বেল্ট দেওয়া হয়। সাদা রঙের বেল্ট দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। সবচেয়ে দক্ষ ব্যক্তিরা পান কালো বেল্ট। লির মুখপাত্র জানান, সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সময় ওবামা তায়কোয়ান্দো শিখতেন। কয়েক বছর অনুশীলন করে তিনি এতে মাঝারি পর্যায়ের দক্ষতা অর্জন করেছিলেন।
সফরে ওবামার সঙ্গী হিসেবে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা উপস্থিত না থাকলেও তাঁর জন্য ইংরেজিতে অনুবাদ করা একটি কোরীয় রন্ধনশৈলীর বই উপহার দেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম ইয়ুন-ওক। গত বুধবার দক্ষিণ কোরিয়া পৌঁছান ওবামা।
কোরিয়ার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট তায়কোয়ান্দো। এতে দক্ষতার মাত্রা অনুযায়ী বিভিন্ন রঙের বেল্ট দেওয়া হয়। সাদা রঙের বেল্ট দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। সবচেয়ে দক্ষ ব্যক্তিরা পান কালো বেল্ট। লির মুখপাত্র জানান, সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সময় ওবামা তায়কোয়ান্দো শিখতেন। কয়েক বছর অনুশীলন করে তিনি এতে মাঝারি পর্যায়ের দক্ষতা অর্জন করেছিলেন।
সফরে ওবামার সঙ্গী হিসেবে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা উপস্থিত না থাকলেও তাঁর জন্য ইংরেজিতে অনুবাদ করা একটি কোরীয় রন্ধনশৈলীর বই উপহার দেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম ইয়ুন-ওক। গত বুধবার দক্ষিণ কোরিয়া পৌঁছান ওবামা।
No comments