ঝাড়খণ্ডে ট্রেন লাইনচ্যুত, নিহত ২ আহত ৪৭
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলায় টাটা-বিলাশপুর রেলপথে একটি ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন। গতকাল বৃহস্পতিবার রাতে মাওবাদীরা ওই রেলপথ উড়িয়ে দেওয়ার পর এই দুর্ঘটনা ঘটে।
রেলমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ১০ বগির ট্রেনটির পাঁচটি লাইনচ্যুত হয় এবং ইঞ্জিনসহ তিনটি বগি এগুলোর ওপর উঠে যায়। তিনি এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, মনোহর ও পোসোইটা রেলপথের মধ্যবর্তী পথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ২০ মিনিট পরই চালক ট্রেনটি নিয়ে ওই পথ দিয়ে যেতে গেলে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
মমতা বলেন, মাওবাদীরা রেলপথের একটি অংশ উড়িয়ে দেওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সেখানে তিন থেকে চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
রাঁচির এসপি (রেল) এ বি হোমকার জানান, রেলের কর্মী ও উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
রেলমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ১০ বগির ট্রেনটির পাঁচটি লাইনচ্যুত হয় এবং ইঞ্জিনসহ তিনটি বগি এগুলোর ওপর উঠে যায়। তিনি এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, মনোহর ও পোসোইটা রেলপথের মধ্যবর্তী পথে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ২০ মিনিট পরই চালক ট্রেনটি নিয়ে ওই পথ দিয়ে যেতে গেলে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে।
মমতা বলেন, মাওবাদীরা রেলপথের একটি অংশ উড়িয়ে দেওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সেখানে তিন থেকে চারটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
রাঁচির এসপি (রেল) এ বি হোমকার জানান, রেলের কর্মী ও উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
No comments