অনূর্ধ্ব-১৯-এর আরেকটি জয়
প্রথম তিনটি ওয়ানডে জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল চতুর্থ ম্যাচেও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৪৩ রানে হারিয়ে এখন সফরকারীদের হোয়াইটওয়াশ করার অপেক্ষায় তারা।
বগুড়া জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে তোলে ২৫০ রান। ১৫ রানে দুই ওপেনার এনামুল (৯) ও সৈকতকে (২) হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারে এগিয়ে আসেন তাসামুল (৫৫) ও ম্যাচ সেরা মমিনুল (৭০)। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১১৯ রানের জুটি গড়েন তাঁরা। জবাবে ১২ বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের দলটি। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার ডেলি স্কট। আবুল হাসান ৪টি, আলাউদ্দিন ও নূর হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। আজ একই ভেন্যুতে সিরিজের শেষ ওয়ানডে।
বগুড়া জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে তোলে ২৫০ রান। ১৫ রানে দুই ওপেনার এনামুল (৯) ও সৈকতকে (২) হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারে এগিয়ে আসেন তাসামুল (৫৫) ও ম্যাচ সেরা মমিনুল (৭০)। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১১৯ রানের জুটি গড়েন তাঁরা। জবাবে ১২ বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের দলটি। সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার ডেলি স্কট। আবুল হাসান ৪টি, আলাউদ্দিন ও নূর হোসেন ২টি করে উইকেট নিয়েছেন। আজ একই ভেন্যুতে সিরিজের শেষ ওয়ানডে।
No comments