এক বছরে ভারতীয় কোটিপতির সংখ্যা বেড়েছে: ফোর্বস
এক বছরের ব্যবধানে ভারতীয় কোটিপতির সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস জানিয়েছে, আন্তর্জাতিক পুঁজিবাজার চাঙা হয়ে ওঠাই কোটিপতিদের তালিকায় ভারতীয়দের আধিক্যের কারণ। গত বছর ফোর্বস-এর কোটিপতিদের তালিকায় ভারতীয়দের সংখ্যা ছিল ২৭ জন। এ বছর তা বেড়ে ৫২-তে দাঁড়িয়েছে। ২০০৭ সালে ৫৪ জন ভারতীয় কোটিপতি ওই তালিকায় স্থান পেয়েছিলেন।
ফোর্বস-এর এশিয়া সংস্করণের ভারত-বিষয়ক সম্পাদক নাজনিন কারমালি বলেন, ‘নিশ্চিতভাবেই ভারতীয় ধনীদের সুসময় আবার ফিরে এসেছে। এ বছরের তালিকা থেকে আবারও দেখা যাচ্ছে, পুঁজিবাজার আর অর্থনীতি ঠিক পথে থাকলে বিশ্বের বেশির ভাগ দেশের তুলনায় দ্রুত কোটিপতি তৈরি করার সামর্থ্য রয়েছে ভারতের।’
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মুকেশ আম্বানি। দেশটির সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান তিনি। সাময়িকীটি জানিয়েছে, এখন তাঁর নিট সম্পদের পরিমাণ তিন হাজার ২০০ কোটি ডলার, যা গত বছরের চেয়ে ৫৪ শতাংশ বেড়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। তাঁর সম্পদ গত বছরের চেয়ে ৪৬ শতাংশ বেড়ে তিন হাজার কোটি ডলারে পৌঁছেছে। তৃতীয় অবস্থানে আছেন মুকেশের ভাই অনিল আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ২০০৮ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার সাড়ে ৭০০ কোটি ডলার। এ ছাড়া তালিকায় ভারতীয় ধনীদের মধ্যে নতুন হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন দুই ভাই সুধীর ও সামির মেহতা। বিদ্যুত্ উত্পাদক প্রতিষ্ঠান টরেন্ট পাওয়ারের মালিক এ দুই ভাইয়ের সম্পদের পরিমাণ ২০২ কোটি ডলার। ভারতীয়দের মধ্যে তাঁদের অবস্থান ২৩তম।
ফোর্বস-এর এশিয়া সংস্করণের ভারত-বিষয়ক সম্পাদক নাজনিন কারমালি বলেন, ‘নিশ্চিতভাবেই ভারতীয় ধনীদের সুসময় আবার ফিরে এসেছে। এ বছরের তালিকা থেকে আবারও দেখা যাচ্ছে, পুঁজিবাজার আর অর্থনীতি ঠিক পথে থাকলে বিশ্বের বেশির ভাগ দেশের তুলনায় দ্রুত কোটিপতি তৈরি করার সামর্থ্য রয়েছে ভারতের।’
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন মুকেশ আম্বানি। দেশটির সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান তিনি। সাময়িকীটি জানিয়েছে, এখন তাঁর নিট সম্পদের পরিমাণ তিন হাজার ২০০ কোটি ডলার, যা গত বছরের চেয়ে ৫৪ শতাংশ বেড়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। তাঁর সম্পদ গত বছরের চেয়ে ৪৬ শতাংশ বেড়ে তিন হাজার কোটি ডলারে পৌঁছেছে। তৃতীয় অবস্থানে আছেন মুকেশের ভাই অনিল আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ ২০০৮ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার সাড়ে ৭০০ কোটি ডলার। এ ছাড়া তালিকায় ভারতীয় ধনীদের মধ্যে নতুন হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন দুই ভাই সুধীর ও সামির মেহতা। বিদ্যুত্ উত্পাদক প্রতিষ্ঠান টরেন্ট পাওয়ারের মালিক এ দুই ভাইয়ের সম্পদের পরিমাণ ২০২ কোটি ডলার। ভারতীয়দের মধ্যে তাঁদের অবস্থান ২৩তম।
No comments