বেকহাম আবার মিলানে
ডেভিড বেকহাম আর এসি মিলান কর্তৃপক্ষ—দু পক্ষের কাছেই প্রার্থিত ছিল বিষয়টি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এলএ গ্যালাক্সি) কর্তারা রাজি হওয়ায় মিলান-বেকহাম প্রার্থিত সেই ধারের চুক্তিটি হয়ে গেল। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধারে মিলানে খেলা বেকহাম আবার তাই সানসিরোতে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেক আগে থেকেই দেখে আসছেন বেকহাম। এই স্বপ্নটা পূরণ করতে হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগে বড় দলে খেলাটা জরুরি। এ কারণেই মেজর লিগ সকারের (এমএলএস) বিরতিতে মিলানে খেলার চুক্তি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ‘বিশ্বকাপের দলে থাকার জন্য আমাকে সেরা সুযোগটি তৈরি করতে হবে। মিলানে ধারে খেলা আমাকে এতে সাহায্য করবে’—বলেছেন তিনি। এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য এলএ গ্যালাক্সি কর্তাদের ধন্যবাদও জানিয়েছেন বেকহাম।
এলএ গ্যালাক্সি ধন্যবাদ পেয়েছে মিলান কর্তাদেরও। ‘গত মৌসুমে তাকে নিয়ে আমাদের অসাধারণ অভিজ্ঞতার পর ডেভিড বেকহামকে আবার এখানে পেয়ে আমরা খুশি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কর্মকর্তাদের তাদের সাহায্যের জন্য ধন্যবাদ’—বলেছেন মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার স্বপ্ন অনেক আগে থেকেই দেখে আসছেন বেকহাম। এই স্বপ্নটা পূরণ করতে হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগে বড় দলে খেলাটা জরুরি। এ কারণেই মেজর লিগ সকারের (এমএলএস) বিরতিতে মিলানে খেলার চুক্তি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ‘বিশ্বকাপের দলে থাকার জন্য আমাকে সেরা সুযোগটি তৈরি করতে হবে। মিলানে ধারে খেলা আমাকে এতে সাহায্য করবে’—বলেছেন তিনি। এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য এলএ গ্যালাক্সি কর্তাদের ধন্যবাদও জানিয়েছেন বেকহাম।
এলএ গ্যালাক্সি ধন্যবাদ পেয়েছে মিলান কর্তাদেরও। ‘গত মৌসুমে তাকে নিয়ে আমাদের অসাধারণ অভিজ্ঞতার পর ডেভিড বেকহামকে আবার এখানে পেয়ে আমরা খুশি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কর্মকর্তাদের তাদের সাহায্যের জন্য ধন্যবাদ’—বলেছেন মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানি।
No comments