আল-কায়েদার বিপুল অস্ত্র উদ্ধার সৌদি আরবে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সৌদি কর্তৃপক্ষ। অস্ত্রগুলো গত আগস্টে গুঁড়িয়ে দেওয়া একটি আল-কায়েদা চক্রের। গত রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান।
মুখপাত্রকে উদ্ধৃত করে সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর রিয়াদের নিকটবর্তী একটি বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। গত ১৯ আগস্ট তাদের গ্রেপ্তারের কথা ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তার ৪৪ জনের মধ্যে ৪৩ জন সৌদি নাগরিক এবং অপরজন বিদেশি।
মুখপাত্র বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২৮১টি কলাশনিকভ রাইফেল, ২৫০টি ম্যাগাজিন ও ৪১ হাজার ২৫০টি গুলিভর্তি ৩৫টি কেস।
গত আগস্ট মাসে ওই ৪৪ জনকে গ্রেপ্তারের সময় রিয়াদের একটি বাড়ি এবং মরুভূমির গোপন আস্তানা থেকে ৭০টি মেশিনগান, ৩৭৬টি ইলেকট্রনিক ডেটোনেশন ডিভাইস এবং ৩১ হাজারেরও বেশি গুলি উদ্ধার করা হয়েছিল। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি বলেছিলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে মূল আল-কায়েদা সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে।
মুখপাত্রকে উদ্ধৃত করে সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ৪৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর রিয়াদের নিকটবর্তী একটি বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। গত ১৯ আগস্ট তাদের গ্রেপ্তারের কথা ঘোষণা করা হয়েছিল। গ্রেপ্তার ৪৪ জনের মধ্যে ৪৩ জন সৌদি নাগরিক এবং অপরজন বিদেশি।
মুখপাত্র বলেন, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২৮১টি কলাশনিকভ রাইফেল, ২৫০টি ম্যাগাজিন ও ৪১ হাজার ২৫০টি গুলিভর্তি ৩৫টি কেস।
গত আগস্ট মাসে ওই ৪৪ জনকে গ্রেপ্তারের সময় রিয়াদের একটি বাড়ি এবং মরুভূমির গোপন আস্তানা থেকে ৭০টি মেশিনগান, ৩৭৬টি ইলেকট্রনিক ডেটোনেশন ডিভাইস এবং ৩১ হাজারেরও বেশি গুলি উদ্ধার করা হয়েছিল। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি বলেছিলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে মূল আল-কায়েদা সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে।
No comments