যুদ্ধাপরাধের বিচার

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কাছে জনগণের ব্যাপক প্রত্যাশা হলো, তাদের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হবে। গত নির্বাচনে তাদের বিজয়ের পেছনেও এ ইস্যুটি বড় ভূমিকা রেখেছে। সরকার যদি এবার যুদ্ধাপরাধীদের বিচার না করে, তাহলে তা হবে নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল। দেশের জন্যও তা হবে ক্ষতিকর। যুদ্ধাপরাধীদের আইনের আওতায় এবার আনা না গেলে, পরে তা আর সম্ভব হবে কি না সন্দেহ। তাই এ সরকারকেই বিচারের কাজ সম্পাদন করতে হবে। যুদ্ধাপরাধী যত বড় রুই-কাতলাই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। সরকারের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারকাজ শুরু করুন।
মুহাম্মদ ইসমাইল হোসেন
চট্টগ্রাম।

No comments

Powered by Blogger.