এবার সিডলও
সাত ম্যাচের ওয়ানডে সিরিজের চার ম্যাচ পর ২-২ সমতা। মীমাংসা হবে বাকি তিন ম্যাচে। কিন্তু তাতে ভারতের চেয়েও বড় এক প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে অস্ট্রেলিয়ার। যার নাম ইনজুরি। রিকি পন্টিংয়ের কপালের ভাঁজ আরেকটু বাড়িয়ে এবার দেশে ফিরে যাচ্ছেন পেসার পিটার সিডল। সিডলকে নিয়ে মাঠের বাইরে চলে গেলেন অস্ট্রেলিয়ার সেরা একাদশের ৭-৮ জন।
ইনজুরির জন্য মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, নাথান ব্র্যাকেন ও ক্যালাম ফার্গুসনকে দেশেই রেখে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের মাঝপথে ফিরে গেছেন ব্রেট লি, টিম পেইন ও জেমস হোপস। এবার যাচ্ছেন সিডলও। পরশু মোহালিতে ৫ ওভার বোলিং করতে পেরেছিলেন সিডল। ব্র্যাকেন ও লির পর সিডলও মাঠের বাইরে চলে যাওয়ায় পেস বোলিংটাই এখন পন্টিংয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা। সিডলের বদলে স্কোয়াডে ডাক পেতে পারেন ডার্ক ন্যানেস অথবা ব্রেট গিভস। উইকেটকিপার নিয়েও ঝামেলা কম হয়নি। বর্তমানে দলের সঙ্গে থাকা গ্রাহাম ম্যানুকে বলা যায় চতুর্থ বিকল্প, প্রথম পছন্দের তিন কিপার হাডিন, পেইন ও লুক রঞ্চি মাঠের বাইরে।
ইনজুরির জন্য মাইকেল ক্লার্ক, ব্র্যাড হাডিন, নাথান ব্র্যাকেন ও ক্যালাম ফার্গুসনকে দেশেই রেখে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের মাঝপথে ফিরে গেছেন ব্রেট লি, টিম পেইন ও জেমস হোপস। এবার যাচ্ছেন সিডলও। পরশু মোহালিতে ৫ ওভার বোলিং করতে পেরেছিলেন সিডল। ব্র্যাকেন ও লির পর সিডলও মাঠের বাইরে চলে যাওয়ায় পেস বোলিংটাই এখন পন্টিংয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা। সিডলের বদলে স্কোয়াডে ডাক পেতে পারেন ডার্ক ন্যানেস অথবা ব্রেট গিভস। উইকেটকিপার নিয়েও ঝামেলা কম হয়নি। বর্তমানে দলের সঙ্গে থাকা গ্রাহাম ম্যানুকে বলা যায় চতুর্থ বিকল্প, প্রথম পছন্দের তিন কিপার হাডিন, পেইন ও লুক রঞ্চি মাঠের বাইরে।
No comments