দ্বিতীয় ম্যাচেও হারল যুব ফুটবল দল
দক্ষিণ কোরিয়ার কাছে প্রথম ম্যাচে ০-৫, কাল সমশক্তির ভিয়েতনামের বিপক্ষে ০-১—ব্যাংককে অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের দ্বিতীয় ম্যাচেও হেরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলার আশাটা ক্ষীণই দেখছে বাংলাদেশ।
৬ মিনিটে এইচ এম তুয়ানের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। গোল শোধের অনেক সময় পেয়েছে বাংলাদেশ, হলে কী হবে বাংলাদেশের যুবারা খুলতেই পারলেন না ভিয়েতনামের গোলমুখ। তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ান ভিয়েতনাম গোলরক্ষক, ৩৮ মিনিটে ফারুকের ক্রস থেকে অধিনায়ক শহিদের হেড বাঁচিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ পেয়েছে বেশ কয়েকটি সহজ সুযোগ। কিন্তু গোলের দেখা মেলেনি অনেক চেষ্টার পরও।
৬ নভেম্বর পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড।
৬ মিনিটে এইচ এম তুয়ানের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। গোল শোধের অনেক সময় পেয়েছে বাংলাদেশ, হলে কী হবে বাংলাদেশের যুবারা খুলতেই পারলেন না ভিয়েতনামের গোলমুখ। তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়ান ভিয়েতনাম গোলরক্ষক, ৩৮ মিনিটে ফারুকের ক্রস থেকে অধিনায়ক শহিদের হেড বাঁচিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ পেয়েছে বেশ কয়েকটি সহজ সুযোগ। কিন্তু গোলের দেখা মেলেনি অনেক চেষ্টার পরও।
৬ নভেম্বর পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড।
No comments