২০ জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা -অস্ট্রেলিয়ায় নৌকাডুবি
অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক নৌকাডুবিতে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, গতকাল সোমবার কোকো দ্বীপপুঞ্জের কাছে ৪০ জন আরোহী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় কাছ দিয়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ ও একটি মাছ ধরার নৌকা ১৭ জনকে উদ্ধার করে।
অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলীয় নিরাপত্তা কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ‘যাদের উদ্ধার করা যায়নি, তাদের নিয়ে আমরা বেশ উত্কণ্ঠার মধ্যে আছি।’ নৌকার আরোহীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষের ধারণা, এরা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী শ্রীলঙ্কা ও আফগান উদ্বাস্তু হতে পারে।
অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলীয় নিরাপত্তা কর্তৃপক্ষের একজন মুখপাত্র বলেন, ‘যাদের উদ্ধার করা যায়নি, তাদের নিয়ে আমরা বেশ উত্কণ্ঠার মধ্যে আছি।’ নৌকার আরোহীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কর্তৃপক্ষের ধারণা, এরা অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়প্রার্থী শ্রীলঙ্কা ও আফগান উদ্বাস্তু হতে পারে।
No comments