রোনালদোর গর্ভবতী বান্ধবীর নতুন ছবি ভাইরাল
ক্রিস্টিয়ানো
রোনালদোর বর্তমান বান্ধবী জার্জিনা রদ্রিগেজ। ২২ বছর বয়সী এ সুন্দরীর
সঙ্গে একই ছাদের নিচে আছেন অনেকদিন। বেশ কিছুদিন ধরে তার গর্ভবতী হওয়ার খবর
শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে রোনালদো কিংবা জর্জিনা মুখ খোলেননি। তবে
এবার তাদের দু’জনের কিছু ছবি প্রকাশ পেলো তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে,
জর্জিনা গর্ভবতী। এখন ছুটিতে রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার
ক্রিস্টিয়ানো রোনালদো। ছুটি কাটাতে পরিবারের সদস্য ও একদল বন্ধু নিয়ে তিনি
ঘুরতে গেছেন স্পেনের ইবিজা সমুদ্র সৈকতে। আর সেখানেই জর্জিনার কিছু ছবি
ক্যামেরায় ধরা পড়লো। যাতে তার গর্ভবতী হওয়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। বৃটিশ
সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানাচ্ছে, কদিন আগে জর্জিনাকে নিয়ে মাদ্রিদের একটি
হাসপাতালে যান রোনালদো। সন্তান পুত্র নাকি কন্যা হবে সেটা পরীক্ষা করার
জন্য সেখানে তিনি ডিএনএ টেস্ট করান। তবে তার ফলাফল কী তা জানা যায়নি। এতে
নিশ্চিত বুঝা যাচ্ছে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন রোনালদো। রোনালদোর
রয়েছে ৬ বছর বয়সী এক পুত্র। আর সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি।
তিন জনেরই জন্ম যুক্তরাষ্ট্রে গর্ভ ভাড়ার মধ্যেমে। তাদের কারো মায়ের পরিচয়
জানা যায়নি। তবে এবার রোনালদোর নতুন সন্তান তার মায়ের পরিচয় জানতে পারবে
বলে মনে হচ্ছে। এর আগে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিল রাশিয়ার মডেল ইরিনা
শায়েকের। দীর্ঘদিন তারা এক ছাদের নিচে ছিলেন। কিন্তু ইরিনার সঙ্গে রোনালদোর
মায়ের সম্পর্ক ভাল ছিল না বলে জানা যায়। এ কারণেই তাদের মধ্যের সম্পর্ক
শেষ হয়ে যায়। তবে ‘দ্য সান’ জানাচ্ছে, রোনালদো ও জর্জিনার মধ্যেকার রসায়নটা
দারুণ। রোনালদো মাও নাকি জর্জিনাকে খুব পছন্দ করেন। জর্জিনা গর্ভবতী হওয়ায়
রোনালদোর পরিবারের সদস্যরা খুবই খুশি।
No comments