ফুলবাড়ীয়ায় গর্ত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শ্যালো মেশিনের গর্ত থেকে আরাফাত হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার সোয়াসাইতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরাফাতের পিতার নাম হোসেন আলী। সে সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে আরাফাত হোসেন বিদ্যালয় থেকে ফিরে বাড়ির পাশ্ববর্তী শ্যালো মেশিনের একটি গর্তে সাঁতার কাটতে যায়। সেখান থেকে ফিরে না আসায় বাড়ির লোকজন সেখানে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
No comments