ইবির অধীনে ফাযিল পরীক্ষা শুরু ৮ আগস্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল স্নাতক পরীক্ষা আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) একে আজাদ লাভলু তথ্য নিশ্চিত করেছেন। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের সকল ফাযিল ও কামিল মাদ্রাসার কার্যক্রম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবী বিশ্বাবিদ্যালয়ের অধীনে চলে যাওয়ায় ২০১৪-১৫ এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত, অনিয়মিত এবং প্রাইভেট পরীক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষায় অংশ নিতে পারবে। সারা দেশের ২৯১ টি কেন্দ্রে ১২শ’ ৭৭টি মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশ নেবে। আগামী ৮ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৭ নভেম্বর পরীক্ষা শেষ হবে। পরীক্ষার সময়সূচিসহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িরঁ.ধপ.নফ থেকে পাওয়া যাবে।
No comments