৮৫ কেজি ওজন কমালেন কোরিওগ্রাফার গণেশ আচার্য!
বলিউডের
নামী কোরিওগ্রাফার তিনি। শরীরের ওজনের কাটা ছুঁয়েছিল ২০০ কেজি। তখনই তিনি
ঠিক করেছিলেন, এ বার কিছুটা কমাতে হবে। অতিরিক্ত ওজনে বিভিন্ন রোগ বাসা
বাঁধছিল শরীরে। তাই এক ধাক্কায় ৮৫ কিলোগ্রাম ওজন কমিয়ে ফেললেন তিনি। এবং
ওজন কমিয়ে ফের শিরোনামে গণেশ আচার্য।
২০১৫-এ গণেশের ওজন ছিল ২০০ কেজি। তারপরই তিনি ওজন কমানোর সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে তার ওজন কমানোর আপডেট দিতে থাকেন। এক বছরে নাকি ৮৫ কিলো ওজন কমিয়ে ফেলেছেন গণেশ। সাংবাদিকদের গণেশ বলেন, ‘আমাকে শুধু মোটা হিসেবেই লোকে দেখেছেন। সেটা বদলাতে চেয়েছিলাম। তাই রোগা হতেই হত।’
ক্যাটরিনার ‘চিকনি চামেলি’ হোক বা ‘অগ্নিপথ’-এ হৃতিকের মুভমেন্ট— যা দেখে আপনি মুগ্ধ হয়েছেন তার নেপথ্য কারিগর আসলে গণেশ স্বয়ং। তিনি অনেক মানুষকে নাচের প্রতি আগ্রহী করে তুলেছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও। তবে রোগা হওয়ার পর নাকি বদল এসেছে তাঁর নাচেও।
গণেশ নিজেই বলেছেন, ‘অনেক ওজন নিয়েও আমি নাচতাম। কিন্তু এখনকার সঙ্গে তার একটা পার্থক্য রয়েছে। আসলে এখন আমার নাচে এনার্জি অনেক বেশি থাকে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
২০১৫-এ গণেশের ওজন ছিল ২০০ কেজি। তারপরই তিনি ওজন কমানোর সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে তার ওজন কমানোর আপডেট দিতে থাকেন। এক বছরে নাকি ৮৫ কিলো ওজন কমিয়ে ফেলেছেন গণেশ। সাংবাদিকদের গণেশ বলেন, ‘আমাকে শুধু মোটা হিসেবেই লোকে দেখেছেন। সেটা বদলাতে চেয়েছিলাম। তাই রোগা হতেই হত।’
ক্যাটরিনার ‘চিকনি চামেলি’ হোক বা ‘অগ্নিপথ’-এ হৃতিকের মুভমেন্ট— যা দেখে আপনি মুগ্ধ হয়েছেন তার নেপথ্য কারিগর আসলে গণেশ স্বয়ং। তিনি অনেক মানুষকে নাচের প্রতি আগ্রহী করে তুলেছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও। তবে রোগা হওয়ার পর নাকি বদল এসেছে তাঁর নাচেও।
গণেশ নিজেই বলেছেন, ‘অনেক ওজন নিয়েও আমি নাচতাম। কিন্তু এখনকার সঙ্গে তার একটা পার্থক্য রয়েছে। আসলে এখন আমার নাচে এনার্জি অনেক বেশি থাকে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
No comments