পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পাবনার ইসলামপুর গ্রামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হোসেন (৩৭) উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আকাতুল্লাহ প্রামানিকের ছেলে। তিনি ওই গ্রামেরই চায়ের দোকানদার ছিলেন। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে সদর উপজেলার দুবলিয়া গ্রামের একটি ছেলে ইসলামপুর গ্রামের একটি মেয়ের বাড়িতে যায়।
স্থানীয়দের মধ্যে ঘটনার জানাজানির পর ছেলেটি পালিয়ে যায়। এ নিয়ে শালিস করার বিষয়ে এনামুলের সাথে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে এনামুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments