আমবাতে কী করবেন
ত্বকের বিভিন্ন ধরনের অ্যালার্জির মধ্যে আটিকেরিয়া বা আমবাত অন্যতম। এতে শরীর চাকা ও লাল হয়ে ফুলে ওঠে এবং ভীষণ চুলকায়। ঠোঁট, চোখের ভেতর ও শ্বাসনালীতেও এ অ্যালার্জি হতে পারে। আটিকেরিয়ার রোগীদের শতকরা ২০ জন জন্মগতভাবে এ সমস্যায় ভুগে থাকেন।
একিউট আটিকেরিয়া : এতে দ্রুত উপসর্গ দেখা যায় আবার খুব দ্রুতই মিলিয়ে যায়।
ক্রনিক আটিকেরিয়া : ৬ সপ্তাহের বেশি, কারও কারও মাসের পর মাস এ চুলকানি থাকে। ৮০ ভাগ ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সম্ভাব্য কারণ হচ্ছে-
খাবার : গরুর গোশত, চিংড়ি, ইলিশ, পুঁটি, বোয়াল, শোলমাছ, বেগুন, কুমড়া ও কচু।
ওষুধ : পেনিসিলিন, সালফার গ্রুপের ওষুধ, অ্যাসপিরিন ও অন্যান্য ব্যথানাশক ওষুধ, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ যেমন বিটা ব্লকারস, এসিই ইনজিবিটর, ঘুমের ওষুধ, ড্যাকসিন, ইনসুলিন ও জন্মনিয়ন্ত্রণ বড়ি।
অসুখ : থাইরয়েড, এসএলই, রিউমাটয়েড আথ্রাইটিস, হেপাটাইটিস বি ও ক্যান্সার।
সূর্যরশ্মি ও ঠাণ্ডা থেকেও আমবাত হতে পারে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যালারজেন থেকে দূরে থেকে, ওষুধ খেয়ে ও অ্যালাটিজ ভ্যাকসিন দিয়ে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অ্যালার্জি ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ
দি অ্যালার্জি ও অ্যাজমা সেন্টার, পান্থপথ, ঢাকা
মোবাইল : ০১৭২১৮৬৮৬০৬
একিউট আটিকেরিয়া : এতে দ্রুত উপসর্গ দেখা যায় আবার খুব দ্রুতই মিলিয়ে যায়।
ক্রনিক আটিকেরিয়া : ৬ সপ্তাহের বেশি, কারও কারও মাসের পর মাস এ চুলকানি থাকে। ৮০ ভাগ ক্ষেত্রে এর সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সম্ভাব্য কারণ হচ্ছে-
খাবার : গরুর গোশত, চিংড়ি, ইলিশ, পুঁটি, বোয়াল, শোলমাছ, বেগুন, কুমড়া ও কচু।
ওষুধ : পেনিসিলিন, সালফার গ্রুপের ওষুধ, অ্যাসপিরিন ও অন্যান্য ব্যথানাশক ওষুধ, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ যেমন বিটা ব্লকারস, এসিই ইনজিবিটর, ঘুমের ওষুধ, ড্যাকসিন, ইনসুলিন ও জন্মনিয়ন্ত্রণ বড়ি।
অসুখ : থাইরয়েড, এসএলই, রিউমাটয়েড আথ্রাইটিস, হেপাটাইটিস বি ও ক্যান্সার।
সূর্যরশ্মি ও ঠাণ্ডা থেকেও আমবাত হতে পারে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে অ্যালারজেন থেকে দূরে থেকে, ওষুধ খেয়ে ও অ্যালাটিজ ভ্যাকসিন দিয়ে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অ্যালার্জি ও অ্যাজমা রোগ বিশেষজ্ঞ
দি অ্যালার্জি ও অ্যাজমা সেন্টার, পান্থপথ, ঢাকা
মোবাইল : ০১৭২১৮৬৮৬০৬
No comments