গাইবান্ধায় চতুর্থ দিনের ব্লক রেইডে গ্রেফতার ৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে ‘ব্লক রেইড’ দিয়ে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত তিনটা থেকে রোববার সকাল পৌনে ৯টা পর্যন্ত অভিযান চলে। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে অংশ নেন কাউন্টার টেররিজম ইউনিট, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও সুন্দরগঞ্জ থানা-পুলিশের প্রায় ৬০ জন সদস্য। গ্রেফতার ছয় ব্যক্তির মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর ইউনিয়নের কয়েকটি চরে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা এবং শনিবার সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে কিছুই পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
No comments