বনানী ধর্ষণ : অভিযোগ গঠনের শুনানি পেছালো
রাজধানীর আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৩ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজম এই দিন নির্ধারণ করেন। ওই আদালতে অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা ছিল আজ। কিন্তু মামলার আসামি নাঈম আশরাফের আইনজীবী অভিযোগ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করেন। বিচারক সেই আবেদন মঞ্জুর করে শুনানির তারিখ পিছিয়ে দেন। এ মামলার আসামিরা হলেন- আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। অভিযোগ গঠনের শুনানির জন্য আসামিদের সবাইকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাফাতের জন্মদিনের পার্টির কথা বলে গত ২৮ মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয় বলে এ মামলায় অভিযোগ করা হয়। মামলা হওয়ার পর দেশজুড়ে আলোচনার মধ্যে অভিযোগ আসে পুলিশের বিরুদ্ধেও। বাদী অভিযোগ করেন, বনানী থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করেই দুই দিন পার করে দেয়। এর বাইরেও তাদের হয়রানি করা হয়। গত ৬ মে বনানী থানায় ধর্ষণের ওই অভিযোগ দায়েরের পর ৮ জুন ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। সেখানে বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করেন তিনি। অভিযোগপত্রে বলা হয়, সাফাত ও নাঈম ধর্ষণে সরাসরি অংশ নেন এবং বাকি তিনজন তাদের সহযোগিতা করেন।
No comments