ওসামা বিন লাদেন বেঁচে আছেন : স্নোডেন

ওসামা বিন লাদেন বেঁচে আছেন, পরিবার-পরিজন নিয়ে বহাল তবিয়তেই রয়েছে- আজগুবি এ কথাটি শোনামাত্রই বিশ্বাস করা খুবই কঠিন। কিন্তু এডওয়ার্ড স্নোডেন দাবি করেছেন, বিন লাদেন বেঁচে আছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের আস্তানায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে গুলি করে হত্যা করে মার্কিন নেভি সিলের কমান্ডোরা। তাহলে কোনটা সত্য যুক্তরাষ্ট্র নাকি স্নোডেন? সুতরাং লাদেনের বেঁচে থাকা, না থাকা নিয়ে এক ধরনের ধূম্রজাল থেকেই যাচ্ছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে দিয়ে আলোড়ন সৃষ্টিকারী স্নোডেন এখন রাশিয়ায় অবস্থান করছেন। মস্কো ট্রিবিউনকে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। এ সাক্ষাৎকারে বিন লাদেন বেঁচে আছেন বলে তিনি দাবি করেছেন।
ওয়ার্ল্ড নিউ ডেইলি রিপোর্ট ডট কম নামে একটি অনলাইন সংবাদপত্রে এ সম্পর্কিত খবর প্রথম প্রকাশ করা হয়। প্রকাশিত খবর মতে স্নোডেনের বক্তব্য এ রকম ‘আমার কাছে প্রমাণ আছে, বিন লাদেন এখনও সিআইএ’র প্যারোলো রয়েছেন। প্রতি মাসে তিনি ১ লাখ মার্কিন ডলার গ্রহণ করেন। ব্যবসায়ী ও কিছু সংস্থার মাধ্যমে তার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়ে থাকে। এখন তিনি কোথায় আছেন, তা ঠিক আমি জানি না। তবে সিআইএ’র তত্ত্বাবধানে ২০১৩ সাল পর্যন্ত বাহামা দ্বীপপুঞ্জে ছিলেন বিন লাদেন। সঙ্গে তার পাঁচ স্ত্রী ও ছেলেমেয়ে ছিল।’ স্নোডেন এখন ফেরারি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির তথ্য ফাঁস করার পর দেশ ছাড়েন তিনি। এরপর এমন কিছু তথ্য ফাঁস করেছেন তিনি, যা যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে। খবরে বলা হয়েছে, এর আগেও বিন লাদেনকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন স্নোডেন।

No comments

Powered by Blogger.