গ্রিসে পৌঁছেছে কয়েক হাজার অভিবাসী
গ্রিসের মূল ভূখণ্ডে কয়েক হাজার অভিবাসী পৌঁছেছে। দেশটির সরকার অভিবাসীদের চাপ সামলানোর বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।
লেসবোস দ্বীপ থেকে রওয়ানা দিয়ে রাতে দুটি জাহাজ পিরায়েউস বন্দরে পৌঁছেছে। জাহাজ দুটিতে ৪ হাজার ২শ অভিবাসী ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গোটা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) নজিরবিহীন অভিবাসন সংকট মোকাবেলা করতে হচ্ছে।
কয়েকশ অভিবাসী হাঙ্গেরির একটি রেল স্টেশনের বাইরে আটকা পড়েছে। এদের অধিকাংশই মধ্যপ্রাচ্য থেকে এসেছে। পুলিশ তাদের ইইউতে প্রবেশে বাধা দিচ্ছে।
ইইউ’র সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, গ্রিসে শুধু গত সপ্তাহেই ২৩ হাজার অভিবাসী পৌঁছেছে। এর আগের সপ্তাহের চেয়ে এই সংখ্যা ৫০ শতাংশ বেশি।
চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজারের বেশি লোক গ্রিসে পৌঁছেছে। এটা ইতোমধ্যেই গত বছরের মোট সংখ্যাকে অতিক্রম করেছে।
গ্রিস সরকার জানিয়েছে, বিপুল সংখ্যক এই অভিবাসীকে আশ্রয় দেয়ার মতো সম্পদ দেশটির নেই।
কিন্তু সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গ্রিস কর্তৃপক্ষকে আরো বেশি করা উচিত।
মঙ্গলবার গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপুলোস ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে ফোন করে অভিবাসিদের নিয়ে গ্রিস যে সংকটের সম্মুখীন হয়েছে তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করতে বলেছেন।
বুধবার গ্রিসের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ বৈঠকে বসবে।
কাথিমেরিনি পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে ১৭ হাজার ৫শ অভিবাসীকে নিবন্ধন করা হয়।
মঙ্গলবার রাতে ১ হাজার ৭৪৯ অভিবাসী নিয়ে লেবস দ্বীপ থেকে একটি ফেরি এথেন্সের কাছে পিরায়েউস বন্দরে পৌঁছেছে।
লেসবোস দ্বীপ থেকে রওয়ানা দিয়ে রাতে দুটি জাহাজ পিরায়েউস বন্দরে পৌঁছেছে। জাহাজ দুটিতে ৪ হাজার ২শ অভিবাসী ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
গোটা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) নজিরবিহীন অভিবাসন সংকট মোকাবেলা করতে হচ্ছে।
কয়েকশ অভিবাসী হাঙ্গেরির একটি রেল স্টেশনের বাইরে আটকা পড়েছে। এদের অধিকাংশই মধ্যপ্রাচ্য থেকে এসেছে। পুলিশ তাদের ইইউতে প্রবেশে বাধা দিচ্ছে।
ইইউ’র সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, গ্রিসে শুধু গত সপ্তাহেই ২৩ হাজার অভিবাসী পৌঁছেছে। এর আগের সপ্তাহের চেয়ে এই সংখ্যা ৫০ শতাংশ বেশি।
চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজারের বেশি লোক গ্রিসে পৌঁছেছে। এটা ইতোমধ্যেই গত বছরের মোট সংখ্যাকে অতিক্রম করেছে।
গ্রিস সরকার জানিয়েছে, বিপুল সংখ্যক এই অভিবাসীকে আশ্রয় দেয়ার মতো সম্পদ দেশটির নেই।
কিন্তু সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গ্রিস কর্তৃপক্ষকে আরো বেশি করা উচিত।
মঙ্গলবার গ্রিসের প্রেসিডেন্ট প্রোকোপিস পাভলোপুলোস ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে ফোন করে অভিবাসিদের নিয়ে গ্রিস যে সংকটের সম্মুখীন হয়েছে তা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করতে বলেছেন।
বুধবার গ্রিসের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ বৈঠকে বসবে।
কাথিমেরিনি পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে ১৭ হাজার ৫শ অভিবাসীকে নিবন্ধন করা হয়।
মঙ্গলবার রাতে ১ হাজার ৭৪৯ অভিবাসী নিয়ে লেবস দ্বীপ থেকে একটি ফেরি এথেন্সের কাছে পিরায়েউস বন্দরে পৌঁছেছে।
No comments