মিসরে অভিনব আজান, শাস্তি মুয়াজ্জিনের
মিসরে একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে, কারণ তিনি আজানকে ‘যুগোপযোগী’ করার চেষ্টায় এর ঐতিহ্যগত ভাষায় পরিবর্তন এনেছিলেন।
অভিযোগে বলা হয়, মাহমুদ আল-মোগাজি নামের ওই মুয়াজ্জিন আজান দেয়ার সময় ‘ঘুমানোর চাইতে নামাজ উত্তম’ (আসসালাতু খাইরুম মিনান্নাওম) এই ঐতিহ্যগত ভাষার পরিবর্তন করে আজান দেন ‘ফেসবুকে সময় কাটানোর চাইতে নামাজ উত্তম’। নীলনদের অববাহিকায় কাফর আল-দাওয়ার নামে এক শহরের মসজিদে এ ঘটনা ঘটে।
No comments