আরও দুই হামলাকারীর ছবি প্রকাশ করল থাইল্যান্ড
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিখ্যাত ইরওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনায় এবার সন্দেহের তালিকায় ২৬ বছরের এক থাই নারী। এছাড়া রয়েছে অজ্ঞাত পরিচয়ের এক যুবকও। সোমবার তাদের ছবি প্রকাশ করেছে দেশটির জাতীয় নিরাপত্তা ও শৃংখলা পরিষদ (এনসিপিও)। খবর দ্য হিন্দুস্থান টাইমসের। শনিবার রাজধানীর একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন দেশটির পুলিশ বাহিনী। এ ঘটনার পরপরই তদন্তে এই দু’জন সন্দেহভাজন অপরাধীর তথ্য প্রকাশ করল তারা।
তাদের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে শনিবারের অভিযানের পরদিন আরও একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আবারও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। থাই পুলিশ মুখপাত্র প্রাউথ থাভোর্নসিরি বলেন, আমরা দ্বিতীয় অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে গানপাউডার, ইউরিয়া সার, দূরযন্ত্র, ক্ষুদ্র ধাতব পদার্থ ছোট বাল্ব ও ডিজিটাল চশমা উদ্ধার করেছি। এ চক্রের আরও বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলে মনে করছেন তিনি।
No comments