‘ছাত্রলীগের ছেলেদের শাস্তি দেয়াটা এক ধরনের অন্যায়’
সিলেটের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায়
ছাত্রলীগের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া অন্যায় বলে
মন্তব্য করেছেন মুহম্মদ জাফর ইকবাল। আজ বুধবার সাংবাদিকদের কাছে জাফর ইকবাল
প্রশ্ন তুলে বলেন, শিক্ষকদের ওপর কে হামলা করেছে? ছাত্রলীগের ছেলেরা? না।
এরা তো ছাত্র, আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা
বোঝাবেন, তা-ই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার
করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে। এদের
যারা বিপথগামী করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে
মুহম্মদ জাফর ইকবাল বলেন, এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে
দিয়েছে, এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কি
দোষ করেছে? কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগের ছেলেদের
শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।
ছাত্রলীগ থেকে আগাছা পরিষ্কার করতে হবে সম্প্রতি প্রধানমন্ত্রীর এমন
বক্তব্যের প্রেক্ষিতে জাফর ইকবাল বলেন, এরা আমাদের ছাত্র। এদের আমাদের কাছে
পাঠিয়ে দেন। আমরা ওদের মাথায় হাত বুলিয়ে, ওদের সঙ্গে কথা বলে, ওদেরকে ঠিক
জায়গায় নিয়ে আসতে পারব। প্রধানমন্ত্রী বলেছেন আগাছাকে দূর করে দিতে। আমি
বলি, না। আগাছাকে আমরা ফুলগাছে পরিণত করব। সম্ভব। আমাদের ছাত্র, আমাদের
কাছে পাঠিয়ে দেন। আমরা ওদেরকে ঠিক করে দেব। এদিকে ভিসি অধ্যাপক ড. আমিনুল
হক ভূইয়ার অপসারণ ও শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে
আন্দোলনরত শিক্ষকরা। কর্মবিরতির পাশাপাশি কালো ব্যাজ ধারণ করে র্যালী ও
সমাবেশের আয়োজন করে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামে’র
শিক্ষকরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল
সাড়ে ১১টায় এ কর্মসূচি পালন করা হয়। অধ্যাপক সৈয়দ সামসুল আলম’র সভাপতিত্বে
এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিনের
সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক মস্তাবুর রহমান, অধ্যাপক আনোয়ারুল
ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক সৈয়দ
হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক এমদাদুল হক প্রমুখ।
No comments