পুলিশের বিরুদ্ধে ছাত্রকে খুনের অভিযোগ : উত্তাল কাশ্মির
কাশ্মিরে
নবম শ্রেণির এক ছাত্রকে গুলি করে হত্যা করার অভিযোগ আনা হয়েছে দুই পুলিশ
সদস্যের বিরুদ্ধে। স্বাধীনতাকামী নেতা মাসারাত আলমকে গ্রেফতারের প্রতিবাদে
বিক্ষোভের দ্বিতীয় দিন শনিবার পুলিশ এই হত্যাকাণ্ড চালায়।
সোহাইল সফির পরিবার সদস্যরা জানান, একটি গলিতে পুলিশ একেবারে কাছ থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে। তাদের অভিযোগের পর পুলিশের ডিজি কে রাজিন্দ্র ওই দুই পুলিশকে গ্রেফতার করার নির্দেশ দেন। আটক দুই পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনডেন্টেন্ড, অপরজ কনস্টেবল। কাশ্মিরে বর্তমানে হরতালও চলছে। বুধবার শ্রীনগরে কথিত পাকিস্তানি পতাকা উড়ানোর অভিযোগে আলমকে গ্রেফতার করা হয়।
সূত্র ; হিন্দুস্তান টাইমস।
সোহাইল সফির পরিবার সদস্যরা জানান, একটি গলিতে পুলিশ একেবারে কাছ থেকে গুলি চালিয়ে তাকে হত্যা করেছে। তাদের অভিযোগের পর পুলিশের ডিজি কে রাজিন্দ্র ওই দুই পুলিশকে গ্রেফতার করার নির্দেশ দেন। আটক দুই পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনডেন্টেন্ড, অপরজ কনস্টেবল। কাশ্মিরে বর্তমানে হরতালও চলছে। বুধবার শ্রীনগরে কথিত পাকিস্তানি পতাকা উড়ানোর অভিযোগে আলমকে গ্রেফতার করা হয়।
সূত্র ; হিন্দুস্তান টাইমস।
No comments